এখনও পর্যন্ত অন্য কোনও বুদ্ধিমান প্রাণী, অন্য কোনও গ্রহ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। সেই দিক থেকে আমরা সত্যিই একা। তবে, ১৯৯৫ সালে প্রথম গ্রহ এক্সোপ্ল্যানেট আবিষ্কারের পর থেকে গত তিন দশকে ৫০০০ গ্রহ আবিষ্কার হয়েছে, যার অনেকগুলিই পৃথিবীর মতো। কাজেই, বিশ্বব্যাপী জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এই পৃথিবী-সম গ্রহগুলি থেকেই অদূর ভবিষ্যতে আমরা আমাদের প্রতিবেশীদের খুঁজে পাব। আর, মহাবিশ্বে গ্রহের সংখ্য়ার ব্যপ্তি, সেই সম্ভাবনা আরও উজ্জ্বল করে দেয়।