উড়ানের ইতিহাসে এটি সবচেয়ে রহস্যময় দুর্ঘটনা। ২০১৪ সালের ৮ মার্চ নিখোঁজ হয়ে গিয়েছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ৩৭০ (Malaysia Airlines Flight 370)। সেই সময় বিমানটিতে ২২৭ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। ২০১৫ সালের ২৯ জুলাই ভারত মহাসাগরে (Indian Ocean) অবস্থিত ফরাসি দ্বীপ রেইউনিয়নের (French island of Reunion) একটি সৈকতে এই বিমানের ধ্বংসাবশেষের প্রথম টুকরোটি আবিষ্কৃত হয়েছিল। তারপর থেকে, দুই ডজনেরও বেশি ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। ২০১৮ সালের জুলাইয়ে, মালয়েশিয়া সরকার এই বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন জারি করে বলেছিল, যান্ত্রিক ত্রুটির কারণেই সম্ভাবত বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল। তবে বিমানটি নিখোঁজ হওয়ার সঠিক কারণ তারা নিশ্চিতভাবে জানাতে পারেনি। এই নিয়ে একটা রহস্য রয়েই গিয়েছে। কেউ কেউ মনে করেন, বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল, কেউ আবার বলেন পাইলট মাঝপথে আত্মঘাতী হয়েছিলেন।