জীব বৈচিত্রে (Biodiversity) ভরপুর এই হ্রদ। হাজারের বেশি প্রজাতির উদ্ভিদ এবং আড়াই হাজারের বেশি প্রাণীর আবাসস্থল। তবে বিজ্ঞানীরা বলেন, আসল সংখ্যাটা দুই ক্ষেত্রেই অনেকটাই বেশি। এদের মধ্যে এমন বেশ কিছু প্রাণী রয়েছে, যাদের বিশ্বের আর কোথাও দেখা যায় না। বহু প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ২৩৬ রকমের পাখি, যাদের মধ্যে ২৯ টি প্রজাতি হ্রদে সাঁতার কাটে, বহু প্রজাতির মাছ, যার মধ্যে ৬৫ টি শুধুমাত্র এই হ্রদের জলেই পাওয়া যায়।