আকাশের দিকে তাকালেই মাথায় আসে সেই প্রশ্ন, এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা? বহু প্রাচীন সময়ে মহাকাশ চর্চা শুরু করেছিল মানুষ। তারপর, সূর্যের চারপাশে ঘোরা গ্রহগুলি আবিষ্কার হয়েছে। প্রতিদিন আরও কত নতুন নতুন তথ্য জানা চলছে, সেইসব মহাজাগতিক বস্তুর সম্পর্কে। এবার, সৌরজগতের সেই গণ্ডি ছাড়িয়ে আরও এক ধাপ এগিয়ে গেল মার্কিন মহাকাশ চর্চা কেন্দ্র নাসা (NASA)। তারা, জানিয়েছে, দূর মহাকাশে অন্তত ৫,০০০ টিরও বেশি পৃথিবী রয়েছে আমাদের অপেক্ষায়।