করোনাভাইরাসের সংক্রমণ, মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারি, আর্থিক মন্দাসহ জলন্ত ইস্যুগুলিতে কিছুটা হলেও সমস্যা বাড়িয়েছিল ট্রাম্পের। সেই জাগয়াগুলিতেই আঘাত করছিলেন প্রতিপক্ষ জো বিডন। এবার দেখার করোনাভাইরাসের সংক্রমিত হয়ে ট্রাম্প মার্কিনিদের অনুভূতি কাড়তে পারেন কিনা।