করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। প্রতিষেধকের আশায় বসে রয়েছে গোটা বিশ্ব। এরই মধ্যে আশঙ্কার কথা শোনালেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন গোটা বিশ্বকে একলপ্তে করোনাভাইরাসের টিকা প্রদান করতে গেলে কম করে ৫ লক্ষ হাঙরকে মেরে ফেলতে হবে। কারণ হাঙরের তেল থেকেই তৈরি হবে জীবনদায়ী করোনা টিকা। বিশেষজ্ঞরা জানিয়েছে হাঙরের লিভার বা যকৃতে রয়েছে সেই উপাদান যা করোনাভাইরাসের প্রিতষেধককে আরও জোরালো করে তুলবে।