কালো মানুষেদের কাছে 'ত্রাতা' কমলা হ্যারিস, মার্কিন মিডিয়ার কাছে 'মহিলা ওবামা'

কমলা হ্যারিসকেই আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন মার্কিন মুলুকের নিপীড়িত মানুষ। অনন্তত তেমনটাই বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের মিছিলগুলি।মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট লড়াইয়ে জো বিডন, ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিপক্ষ। আর তাঁরই বাছাই করা ভাইস প্রেসডিন্ট পদপ্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। ইতিমধ্যেই ঝড় তুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারে।  মার্কিন সংবাদ মাধ্যমও রীতিমত উৎসাহী তাঁকে নিয়ে। কারণ মার্কিন সংবাদ মাধ্যমের কাছে তিনি মহিলা ওবামা। কিন্তু কমলা হ্যারিস স্বতন্ত্র হতে চান। আগের মতই তিনি নিজের পরিচয় নিজেই তৈরি করতে উৎসাহী। তবে বারাক ওবামাকে রীতিমত সম্মান করেন বলেও জানিয়েছেন। 

Asianet News Bangla | Published : Aug 30, 2020 8:42 AM IST
110
কালো মানুষেদের কাছে 'ত্রাতা' কমলা হ্যারিস, মার্কিন মিডিয়ার কাছে 'মহিলা ওবামা'

দ্যা ট্রুথস উই হোল্ড- এই বইতেই নিজের জীবনের কিছু কথা আলোচনা করেছেন মার্কিন ভোটযুদ্ধে ভাইস ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিস। আর সেখানে সেখানে তিনি তুলে ধরেছেন ২০১৬ সালের ভোটের ফল প্রকাশের কথা। সেদিন প্রেসিডেন্ট হিসেবে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 

210

আর সেই দিনই তাঁর এক বন্ধুর ছেলে তার কাছে নিজের দঃখ উজাড় করে বলেছিল এই কিছুতেই ভোটে জিততে পারে না। সেই ছবি আজও বর্তমান। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্যাতিত মানুষরা রীতিমত আঁকড়ে ধরেছেন কমালা হ্যারিসকে। 

310

কমলা হ্যারিসের জীবনে প্রথম তকমাটিও রীতিমত জরুরি। আর তারসঙ্গে গাঁটছড়া বেঁধে রয়েছে তাঁর রাজনৈতিক জীবন। ২০১৬ সালে প্রথম সেনেটর হন তিনি। তিনি ছিলেন প্রথম দক্ষণএশিয় আমেরিকান সেনেটর।  

410

তবে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশালীন মন্তব্যের মুখে পড়তে হয়েছে কমলা হ্যারিসকে। ন্যাস্টি ও ম্যাড উওম্যান বলেছেন ট্রাম্প তাঁকে। 

510

কমলা হ্যারিসের কাছেই আশ্রয় খুঁজছে মার্কিন নিবার এশিয় ও আফ্রিকান বংশোদ্ভূত মানুষরা। যা রীতিমত স্পষ্ট হচ্ছে ডেমোক্র্যাটদের মিছিলগুলিতে। 

610

ক্যালিফর্নিয়া প্রশাসনে কমলা হ্যারিস 'টপ কপ নামে' পরিচিত। আইন আদালত গুলে খাওয়া এই মহিলা জীবনের দীর্ঘসময় লড়াই করেছেন নারী ও শিশুদের অধিকারের জন্য। 
 

710

বর্ণবিদ্বেষ, ব্ল্যাক লাইভ ম্যাটার- এই আন্দোলনের আবহেই হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর তাতে কিছুটা হলেও বেশি সুবিধে পাবেন কমলা হ্যারিস। তেমনই দাবি করেছেন ওদেশের ভোট বিশেষজ্ঞরা। 
 

810

কমলা হ্যারিসের মা ছিলেন ভারতী। আর বাবা ছিলেন জামাইকার বাসিন্দা। পরবর্তীকালে বিচ্ছেদ হয়েগেলেও ই দুই বর্ন, দুই রং আর দুই জাতির উত্তারাধিকার তিনি। আর সেই সূত্রের তিনি মার্কিন নিবাসী কালো মানুষদের অনেকটাই কাছের। 
 

910

আর সেই কারণেই কমলা হ্যারিসকে ঘিরে রীতিমত আশায় বুধবাঁধছেন মার্কিন মুলুকে বসবাসকারী এশিয় আমেরিকানরা। 
 

1010

মার্কিন সংবাদ মাধ্যম তাঁর নামের আগে মহিলা ওবামা জুড়ে দিলেও তাতে রাজি নন কমলা হ্যারিস। তিনি বলেছেন নিজের দক্ষতা আর কাজ দিতেই ভোট যুদ্ধে জয় পেতে চান তিনি। যা লুকিয়ে রয়েছে তাঁর আত্মবিশ্বাসী হাসির মধ্যে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos