এ যেন এক অন্য স্বাধীনতার স্বাদ। ৪ জুলাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৫-তম প্রতিষ্ঠা দিবস বা স্বাধীনতা দিবস। গৃহযুদ্ধের অবসানে, বিশ্বের প্রথম গণতান্ত্রিক দেশ হিসাবে জন্ম হয়েছিল আমেরিকার। ২০২০ সালে কোভিড মহামারির কারণে সেভাবে দিনটি উদযাপন করতে পারেননি আমেরিকানরা। কিনতু, এই বছর সেই কোভিড পরাধীনতার হাত থেকে মুক্তি মিলেছে। টিকাকরণের দৌলতে সারা দেশেই প্রায় কোভিড-জনিত বিঝিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তাই দেখা গেল বাড়তি উচ্ছ্বলতা। নিউইয়র্ক, ওয়াশিংটন, নিউ জার্সি-সহ গোটা দেশেই আয়োজন করা হয়েছিল প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজ, নাচগান, দর্শনীয় আতশবাজির প্রদর্শনী ইত্যাদি। আর সারা দিন ধরে সেইসব আনন্দানুষ্ঠানে মেতে যেন কোভিড-মুক্তি উদযাপন করলেন মার্কিনিরা -