কোভিড-১৯'এর নতুন ডেল্টা রূপের দাপটে আবার হাজারে হাজারে আমেরিকানকে হাসপাতালে ভর্তি হতে শুরু করেছেন, তবে তাদের বেশিরভাগেরই ভ্যাকসিনের সুরক্ষা ছিল না। তার মধ্যেও এই একা দিনের স্বাধীনতা, যেন আমেরিকান এবং বাকি বিশ্বকেও ফের স্বাভাবিক জীবনের ছন্দে ফেরার বিশ্বাসটা এনে দিল।