নাড্ডা খেলেন ভ্য়ানচালকের বাড়িতে ভাত, দিদির গড়ে 'দুয়ারে দুয়ারে' শাহ-র কাছে এল আর্শীবাদের হাত

   রাজ্যে চতুর্থ দফার ভোট আগে রাজ্য সফরে শাহ-নাড্ডা।  চতুর্থ  দফার  নির্বাচনী প্রচার ইতিমধ্যেই শেষ রাজ্যে। শুক্রবার  পঞ্চম দফা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে বাজিমাত করলেন   স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।  এদিন কলকাতায় সাংবাদিক সম্মেলন সেরে ভবানীপুরে দুয়ারে দুয়ারে প্রচার কার্য চালিয়েছেন শাহ।  ওদিকে বর্ধমান- রাজারহাট সহ ৩ টি রোড শোয়ে এদিন অংশ নিয়েছেন জেপি নাড্ডা। 

Asianet News Bangla | Published : Apr 9, 2021 11:30 AM IST
110
নাড্ডা খেলেন ভ্য়ানচালকের বাড়িতে ভাত, দিদির গড়ে 'দুয়ারে দুয়ারে' শাহ-র কাছে এল আর্শীবাদের হাত

 শুক্রবার  পঞ্চম দফা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে বাজিমাত করলেন   স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।  

210

এদিন কলকাতায় সাংবাদিক সম্মেলন সেরে ভবানীপুরে দুয়ারে দুয়ারে প্রচার কার্য চালিয়েছেন শাহ। 

310

দুয়ারে দুয়ারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ভবানীপুরের সকল বাসিন্দারা।

410

এরই মাঝে বিজেপির এক প্রবীণ কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন শাহ। এদিন শাহ-র মধ্যাহ্নভোজে মেনু - রুটি-ভাত, বেগুন ভাজা-কুমড়ো ভাজা, ঢ্য়াড়শ-পটলের সবজি, ধোঁকার ডালনা-ছানার ডালনা, আমের চাটনি, সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দই। 

510

এরপর মধ্যাহ্নভোজ সেরে বিকেল ৪টায়  জগদ্দলে রোড শো করবেন শাহ।

610

তারপর জগদ্দল থেকে সোজা ফিরবেন উত্তর ২৪ পরগণার  মধ্যমগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

710

 অপরদিকে,  রাজ্যে এসেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শমিকের সমর্থনে বিশাল রোড শোয়ে নাড্ডা।

810

 এদিন ৩ টি রোড শোয়ে অংশ নিয়েছেন নাড্ডা ।  বাগুইহাটি ভিআইপি-সাতগাছিয়া যশোর রোড,রাজারহাট-গোপালপুর, চাকদহ চৌরাস্তা থেকে চাকদহ রথতলা এবং বর্ধমানে রোড শোয়ে জেপি নাড্ডা।
 

910

 
এদিন চাকদায় ভ্য়ানচালকে দিলীপ বিশ্বাসের বাড়িতে মধ্য়াহ্নভোজ সারলেন জেপি নাড্ডা। মেনুতে চিল ভাত, ডাল, ডাটার শাক, চিপস, ছানার তরকারি, পনিরের তরকারি, দই, মিষ্টি।

1010

 বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শোয়ে  এদিনও নামে কর্মী-সমর্থকদের ঢল।

Share this Photo Gallery
click me!

Latest Videos