সোনালীর কান্না
একসময় বিধাসভার ডেপুটি স্পিকার ছিলেন সোনালী চক্রবর্তী। এদিন প্রার্থী তালিকা ঘোষণা করার সময়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সোনালী-র 'সুগার হাই' আছে। তাই প্রার্থী করা হল না। পরে অবশ্য সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়ে সোনালী জানান, তাঁর 'সুগার কখনও হাই থাকে, কখনও লো'। কিন্তু, দিদি তাঁকে আগে জানাতে পারতেন যে, তাঁকে প্রার্থী করা হচ্ছে না।