বঙ্গের কোন কোন কেন্দ্রে সহজে জিতবে বিজেপি, কোথায় লড়াই কঠিন - কী বলছে দলের গোপন বিশ্লেষণ

এ, বি, এবং সি - তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনকে। কোন কেন্দ্রে প্রতিযোগিতা কত বেশি তার উপর ভিত্তি করে এই তিনটি ভাগে বিধানসভা আসনগুলিকে ভাগ করেছে বিজেপি, এমনটাই দলীয় সূত্রে জানা গিয়েছে। হিন্দুস্তান টাইস-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বিজেপির ছয় নেতা নাম প্রকাশ না করার শর্তে এই বিষয়টি নিশ্চিত করেছেন। কোন আসনে সহজে জয়াসবে বলে মনে করছে তারা? কোন আসনগুলিতে গেরুয়া শিবিরের লড়াই হবে কঠিন? আর নন্দীগ্রাম? এই হাইপ্রোফাইল আসন রয়েছে কোন বিভাগে?

 

amartya lahiri | Published : Apr 6, 2021 3:43 PM IST / Updated: Apr 08 2021, 02:17 PM IST
16
বঙ্গের কোন কোন কেন্দ্রে সহজে জিতবে বিজেপি, কোথায় লড়াই কঠিন - কী বলছে দলের গোপন বিশ্লেষণ

প্রকাশ্যে বিজেপির দাবি, ২৯৪টি আসনের কোনওটিও তাদের কাছে কঠিন নয়। দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ও মেনে নিয়েছেন, দলের অভ্যন্তরে অত্যন্ত গোপনে এই ধরণের একটি ভাগকরা হয়েছে। এ বিভাগের কেন্দ্রগুলিতে জয় সহজ, বি বিভাগের কেন্দ্রগুলিতে সমানে সমানে লড়াই হবে, আর সি বিভাগের আসনগুলি বিজেপির পক্ষে জেতা কঠিন। তবে কৈলাস বিজয়বর্গীয়ের দাবি, প্রতিটি বিভাগের কেন্দ্রেই তাঁরা বিপুল ভোট পাবেন।

 

26

কোন আসনগুলি রয়েছে সি বিভাগে, অর্থাৎ বিজেপির কোন আসনগুলিকে জেতা কঠিন বলে মনে করছে? দলীয় সূত্রের দাবি এই বিভাগের বেশিরভাগই দক্ষিণবঙ্গের আসন। স্বরূপনগর, বরানগর, বাসন্তী, জগতবল্লভপুর, খন্ডঘোষ, মুরারই, নালগোটি, মানবাজার - এর মতো তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ হিসাবে পরিচিত আসনগুলি রয়েছে এই বিভাগে।

 

36

কোন বিভাগে রয়েছে নন্দীগ্রাম? কৈলাস বিজয়বর্গিয় প্রকাশ্যে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আসন রয়েছে এ বিভাগে, অর্থাৎ সহজে জয় আসবে। তবে সূত্রের খবর, মমতা বনাম শুভেন্দুর নন্দীগ্রাম আসন রয়েছে বিভাগে, অর্থাৎ লড়াই হবে সমানে সমানে। বাবুল সুপ্রিয়োর টালিগঞ্জও এই বিভাগে।

 

46

এছাড়া বেশিরভাগ নামজাদা কেন্দ্রগুলিই রয়েছে বি বিভাগে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক স্বপন দাশগুপ্তের তারকেশ্বর, অশোক দিন্দার ময়নার সঙ্গে সঙ্গে এই বিভাগে আছে সিতাই, রায়পুর, কোতুলপুর, ইন্দাস, গলসি, কাটোয়া, মেমারি ইত্যাদি আসন।

 

56

আর সহজে জয় পাবে বলে মনে করছে বিজেপি, অর্থাৎ, এ বিভাগের আসনগুলির মধ্যে রয়েছে ওন্দা, বিষ্ণুপুর, আসানসোল (দক্ষিণ), পারা, জয়পুর, শিবপুর, খেজুরি, মেদিনীপুর, হাওড়া উত্তর-এর মতো আসনগুলি। হাওড়া ছাড়া বেশিরভাগ রাজ্যগুলিই পশ্চিমাঞ্চলের, যেখানে  ২০১৯ সালেও তারা এগিয়ে ছিল।

 

66

বিজেপির এই আসন ভাগের তালিকা সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, ২০১৯ সালে ফল ভাল করেছে বলেই বিজেপি এই আসনগুলিতে সহজে জয় আসবে বলে মনে করছে। তৃণমলের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ থাকলেও দক্ষিণ বঙ্গে এবং পূর্বের জেলাগুলিতে দলের সাংগঠনিক উপস্থিতি মজবুত। তাই বিজেপি এই জেলাগুলিতে কঠিন লড়াইয়ের মুখে পড়বে।

 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos