এ, বি, এবং সি - তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনকে। কোন কেন্দ্রে প্রতিযোগিতা কত বেশি তার উপর ভিত্তি করে এই তিনটি ভাগে বিধানসভা আসনগুলিকে ভাগ করেছে বিজেপি, এমনটাই দলীয় সূত্রে জানা গিয়েছে। হিন্দুস্তান টাইস-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বিজেপির ছয় নেতা নাম প্রকাশ না করার শর্তে এই বিষয়টি নিশ্চিত করেছেন। কোন আসনে সহজে জয়াসবে বলে মনে করছে তারা? কোন আসনগুলিতে গেরুয়া শিবিরের লড়াই হবে কঠিন? আর নন্দীগ্রাম? এই হাইপ্রোফাইল আসন রয়েছে কোন বিভাগে?