আর সহজে জয় পাবে বলে মনে করছে বিজেপি, অর্থাৎ, এ বিভাগের আসনগুলির মধ্যে রয়েছে ওন্দা, বিষ্ণুপুর, আসানসোল (দক্ষিণ), পারা, জয়পুর, শিবপুর, খেজুরি, মেদিনীপুর, হাওড়া উত্তর-এর মতো আসনগুলি। হাওড়া ছাড়া বেশিরভাগ রাজ্যগুলিই পশ্চিমাঞ্চলের, যেখানে ২০১৯ সালেও তারা এগিয়ে ছিল।