আজ বাংলা সফরে নাড্ডা, যাবেন বঙ্কিমচন্দ্র-বিভূতিভূষণের বাড়ি, দেখুন ছবিতে-ছবিতে

মোদীর পর বাংলা সফরে এবার নাড্ডা। বৃহস্পতিবার  নৈহাটির কাঁঠালপাড়ায় কর্মসূচি বিজেপি সভাপতি জেপি নাড্ডার। নৈহাটির কাঁঠালপাড়ায় সাহিত্য়িক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং সংগ্রহশালায় যাবেন তিনি। পাশাপাশি ব্যারাকপুরে সাহিত্য়িকি বিভূতিভূষণ বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। ব্যারাকপুরে জনসভা রয়েছে জেপি নাড্ডার। তবে এবার  বৃহস্পতিবার সারাদিন নাড্ডার সফরে যাবতীয় কর্মসূচি দেখে নেওয়া যাক ছবিতে-ছবিতে। 

Asianet News Bangla | Published : Feb 25, 2021 2:55 AM IST / Updated: Feb 25 2021, 08:29 AM IST
18
আজ বাংলা সফরে নাড্ডা, যাবেন বঙ্কিমচন্দ্র-বিভূতিভূষণের বাড়ি, দেখুন ছবিতে-ছবিতে

 মোদীর পর বাংলা সফরে এবার নাড্ডা। বৃহস্পতিবার  নৈহাটির কাঁঠালপাড়ায় কর্মসূচি বিজেপি সভাপতি জেপি নাড্ডার।
 

28

বৃহস্পতিবার  সকাল ১০ টায় লক্ষ সোনার বাংলার ক্য়াম্পেনে হেস্টিংস ইলেকশন অফিসে যাবেন জেপি নাড্ডা। 
 

38


দুপুর ১ টায় নৈহাটির আরবিসি কলেজে  সাহিত্য়িক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং সংগ্রহশালায় যাবেন তিনি।

48

 দুপুর ১ টা ৩০ নাগাদ ওয়ার্ড নং ৮ এ গৌরিপুর জুটমিল কর্মচারীদের ওখানে যাবেন। ২ টা ৪৫ নাগাদ আনন্দপুরি মন্দি যাবেন নাড্ডা। 
 

58

এরপর দুপুর ৩ টে নাগাদ ব্যারাকপুরের আনন্দপুরি খেলার মাঠে জেলার পরিবর্তন যাত্রার শুরু করবেন।
 

68

 ৪টে ৩০ নাগাদ ব্যারাকপুরের কাছে সুকান্ত সদনে সাহিত্য়িক বিভূতিভূষণ বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। 
 

78



বিকেল ৪ টে ২৭ নাগাদ মঙ্গল পান্ডের মূর্তিকে সম্মান জানাতে পশ্চিমবঙ্গ পুলিশের হেড কোয়ার্টারে যাবেন তিনি।  

88

সন্ধ্য়ে ৭ নাগাদ সায়েন্স সিটিতে লক্ষ্য সোনার বাংলা বুদ্ধিজীবিদের নিয়ে মিটিং করবেন জেপি নাড্ডা।

Share this Photo Gallery
click me!

Latest Videos