দক্ষিণ দম দম পৌরসভার প্রাপ্তন পৌরপিতা ধনঞ্জয় মজুমদারের উদ্যোগ এ ৫ নং ওয়ার্ড এ দীর্ঘ ২ ঘন্টা ধরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্ৰচার সারলেন দম দম কেন্দ্র থেকে ২ বারের বিজয়ী এবারেও এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বার্ত্য বসু।
Asianet News Bangla | Published : Mar 28, 2021 5:42 PM / Updated: Mar 28 2021, 05:48 PM IST
দক্ষিণ দম দম পৌরসভার প্রাপ্তন পৌরপিতা ধনঞ্জয় মজুমদারের উদ্যোগ এ ৫ নং ওয়ার্ড এ দীর্ঘ ২ ঘন্টা ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্ৰচার সারলেন দম দম কেন্দ্র থেকে ২ বারের বিজয়ী এবারেও এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বার্ত্য বসু।
যেহেতু আজ দোল যাত্রা তাই আজ এই প্রচার অন্য মাত্রা পায়।
আজ এই প্রচার এ অগণিত কর্মী সমর্থক ছাড়া সামিল হয়েছিল বাংলা জনপ্রিয় ধারাবাহিক এর মহিলা নক্ষত্ররা।
প্রাপ্তন পৌরপিতা জানান বার্ত্য বসু আজকের এই শুভ দিনটি তার এই ওয়ার্ড এ ভোটের প্রচার এর দিন বেছে নেবার জন্য তিনি খুব খুশি।
আরও বলেন বিগত ভোটে তার এই ওয়ার্ড থেকে যে পরিমান লিড পেয়েছিল এবার তার দ্বিগুন লিড দেবেন ।বার্ত্য বসু টিক টিক টিক এবার হ্যাটট্রিক।
সবমিলিয়ে দোলের দিনে আরও রঙিন হয়ে ওঠে এই তৃণমূলের শোভাযাত্রা।