'এই ভূমি বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের, মাতঙ্গিনী হাজরার, সুভাষচন্দ্রের, শ্যামাপ্রসাদ মুখার্জীর, আমাদের বাংলা সহ ভারত ভূমি । আমরা সবাই ভারতভূমির সন্তান, এই ভূমির কেউ বহিরাগত নয়। মজা করছে, অপমান করছে ভারতভূমিকে, বহিরাগত কেউ মনে করে না। বিজেপির রাজ্য সরকার , মুখ্যমন্ত্রী এই মাটি থেকে হবে' বলে স্পষ্ট বার্তা দেন মোদী। আর এরপরেই জনজোয়ারে আনন্দের ঢেউ খেলে।