মুসলমান বিরোধী নয় বিজেপি
বিজেপি মুসলমান বিরোধী, এই কথাটা ৯ প্রার্থীর কেউই মানছেন না। মাহফুজা খাতুনের মতে, বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত করতেই গেরুয়া দলকে 'সংখ্যালঘু-বিরোধী বলে চিহ্নিত করেছে। গোলাম সারওয়ার-এর দাবি, প্রার্থী তালিকায় ৯ জন সংখ্যালঘু প্রার্থী দিয়েই বিজেপি দল ধর্মনিরপেক্ষতার প্রমাণ রেখেছে। আর মেহবুব আলম যুক্তি দিয়েছেন, বিজেপি গোমাংস নিষিদ্ধ করবে বলে প্রচার করা হয়। গোয়ায় কি তা হয়েছে? এনআরসি হলেও যারা অবৈধ নাগরিক নয়, তাদের কোনও ভয় নেই। এই আইন মোটেই সংখ্যালঘু বিরোধী নয়।