'আমার বাবাকে ফিরিয়ে দাও গো', সন্ত্রাস বিধ্বস্ত নন্দীগ্রাম দেখে কেঁদে ফেললেন রাজ্যপাল

সন্ত্রাস বিধ্বস্ত নন্দীগ্রাম দেখে কেঁদে ফেললেন রাজ্যপাল। শনিবার সকালেই আক্রান্তদের পরিবারকে দেখতে  নন্দীগ্রামে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর-আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয় ও বেধড়ক মারধরও করা হয়েছে।  মৃত্যু হয়েছে একাধিক। অভিযোগ,  তৃণমূল আশ্রিত  দুষ্কৃতীদের বেধড়ক মারে গত পরশু রাতে প্রাণ হারিয়েছেন নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি। এহেন পরিস্থিতিতে নন্দীগ্রামের অবস্থা দেখে কেঁদে ফেললেন স্বয়ং রাজ্যপালও।  নন্দীগ্রামে তিনি গেলেন কোথায় কোথায়, দেখুন তার ছবি।

 

Asianet News Bangla | Published : May 15, 2021 5:32 PM / Updated: May 15 2021, 05:37 PM IST
112
'আমার বাবাকে ফিরিয়ে দাও গো',  সন্ত্রাস বিধ্বস্ত নন্দীগ্রাম দেখে কেঁদে ফেললেন রাজ্যপাল

এদিন সকালে হেলিকপ্টারে করে আক্রান্তের পরিবার এবং এলাকা পরিদর্শনে নন্দীগ্রামে পৌছন  রাজ্যপাল। 

212

 ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়াতেই রাজ্য়পালের এই জেলা সফর। তাঁকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 
 

312

রাজ্যপালের গাড়ি  'সন্ত্রাস বিধ্বস্ত' নন্দীগ্রামে ঢুকতে সারি সারি ক্ষতিগ্রস্থ পরিবার রাস্তা বেরিয়ে পড়ে।

412

 নন্দীগ্রাম সফরে এসে ভোট পরবর্তী হিংসায় পুড়িয়ে দেওয়া ঘরবাড়ি পরিদর্শন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

512

ট্রান্সলেটারের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারের মেয়েটি রাজ্যপালের কাছে নিজের যন্ত্রনার কথা জানাচ্ছে।

612

সন্ত্রাস বিধ্বস্ত নন্দীগ্রাম এই পরিবারটিকে দেখে নিজেই কেঁদে ফেললেন রাজ্যপাল।

712

'আমার বাবা-স্বামীকে ফিরিয়ে দাও গো', রাজ্যপাল আসছে জানতে পেরে বিধবা মহিলাটি তার গত একমাসের যন্ত্রনার কথা প্রকাশ করে। একুশের নির্বাচন চলাকালীন হিংসা তাঁর জীবনের সব দামী জিনিসই নিয়ে নিয়েছে বলে অভিযোগ।

812

অভিযোগ, ভোট পরলর্তী হিংসায়  আহত একের পর এক। চির তরে হারিয়েছে প্রিয় জনকেও। কাঠগড়ায় তৃণমূল।

912

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে অনুরোধ জানিয়ে প্ল্য়াকার্ড হাতে নন্দীগ্রামবাসী।

1012

ভোট পরবর্তী হিংসায় বুক চাপড়ে কাপড় পেতে প্রিয় জনকে ফিরে পাবার আর্জি নিয়ে নন্দীগ্রামবাসী।

1112

এদিন দুপুরে স্থানীয় জানকীনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হন রাজ্যপাল জগদীপ ধনখড়।  

1212

এলাকা পরিদর্শন শেষে জানকীনাথ মন্দিরে পুজোও দেন রাজ্যপাল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos