এবারের বিধানসভা নির্বাচনে আগে শাসক-বিরোধী উভয় পক্ষের ব্যক্তিগত আক্রমণ অন্য মাত্রা পেয়েছে। কার আইনি ও বেআইনি সম্পত্তির পরিমাণ কত, কে কোন দুর্নীতির সঙ্গে যুক্ত এই সব নিয়েই একে ইপরের বিরুদ্ধে তোপ দাগছেন একাধিক নেতৃত্ব। বিশেষ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সরব হয়েছে শাসক দল। পালটা শুভেন্দু ও রাজীব বন্দ্যোপাধ্য়ায়ও তোপ দাগছেন তাদের পুরনো দলের বিরুদ্ধে। বিশেষ করে শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি, কয়লা পাচার, বহুগুণ সম্পত্তির পরিমাণ বৃদ্ধি সহ একাধিক অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব। বিরোধীদের অভিযোগ নয়, বিধানসভা ভোটের আগে চলুন জানা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসল সম্পত্তির পরিমাণ কত।