বেলদায় প্রায় জনশূন্য যোগীর সভা। সভাতে লোক নেই, বেলদাতে হেলিকপ্টার থেকে নেমে একঘন্টা মাঠ ভরার অপেক্ষা করতে হল যোগী আদিত্যনাথকে।ততক্ষনে অনেক চেষ্টা করে হাজার খানেক লোককে মঞ্চের পাশে হাজির করতে সক্ষম হয় বিজেপি নেতারা ৷এরপরে মঞ্চে উঠে বক্তব্য রাখেন যোগী ৷