রোড শো টি শেষ হয় ভাটপাড়া নদিয়া জুট মিলের কাছে গিয়ে। কাঁকিনাড়া রেলওয়ে ভাটপাড়া ঘোষপাড়া রোড নদিয়া মিল পর্যন্ত রোড শোতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বর্ণাঢ্য শোভাযাত্রা সঙ্গে পায়ে পা মেলান বিজেপি কর্মী সমর্থক রা। এদিন মিঠুন চক্রবর্তী কে দেখতে রাস্তার দু'পাশে মানুষের ঢল নামে।