নববর্ষের দুপুরে মহাগুরু, ভাটপাড়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী


ভাটপাড়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। নববর্ষের দুপুরে মহাগুরু মিঠুন চক্রবর্তী এদিন জগদ্দল বিধানসভা বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য এবং ভাটপাড়া বিধানসভা বিজেপি প্রার্থী পবন সিংহের প্রচারে একটি রোড শো করেন।


 

Asianet News Bangla | Published : Apr 15, 2021 12:32 PM IST
15
নববর্ষের দুপুরে মহাগুরু, ভাটপাড়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী

ভাটপাড়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। 
 

25

নববর্ষের দুপুরে মহাগুরু মিঠুন চক্রবর্তী এদিন জগদ্দল বিধানসভা বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য এবং ভাটপাড়া বিধানসভা বিজেপি প্রার্থী পবন সিংহের প্রচারে একটি রোড শো করেন।
 

35

 কাকিনাড়া নারায়নপুর ইউনাইটেড ক্লাবের মাঠ থেকে এই রোড শো শুরু হয় যদিও এটি জগদ্দল বিধানসভা কেন্দ্রের অধীন।
 

45


 রোড শো টি শেষ হয় ভাটপাড়া নদিয়া জুট মিলের কাছে গিয়ে। কাঁকিনাড়া রেলওয়ে ভাটপাড়া ঘোষপাড়া রোড নদিয়া মিল পর্যন্ত রোড শোতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
 বর্ণাঢ্য শোভাযাত্রা সঙ্গে পায়ে পা মেলান বিজেপি কর্মী সমর্থক রা। এদিন মিঠুন চক্রবর্তী কে দেখতে রাস্তার দু'পাশে মানুষের ঢল নামে। 

55


দুপুর  ১ টা ১৫ নাগাদ এই রোড শো শুরু হয়। প্রায় ৪ কিলোমিটার রোড শো চলে। রাস্তার দু'পাশে সাধারণ মানুষ দাঁড়িয়ে পড়েন প্রিয় তারকা মিঠুন চক্রবর্তী কে দেখতে। এরপর নোয়াপাড়ার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুনীল সিং এর সমর্থনে ইছাপুর লেলিন নগরে একটি জনসভায় ভাষণ দেন তিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos