আন্দোলনের উত্তরাধিকার কার
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে নন্দীগ্রাম আন্দোলন হতোই না। সেই আন্দোলনের উত্তরাধিকার নিতে চেয়ে শুভেন্দু নন্দীগ্রামের মানুষকে অপমান করছেন। এটা সত্যিই, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে নন্দীগ্রামের আন্দোলন ওই রূপ নাও নিতে পারত। তবে, এলাকায় পড়ে থেকে কর্মীদের সংগঠিত করার কাজটা সেদিন করেছিলেন শুভেন্দুই। আর ভূমি উচ্ছেদ রক্ষা কমিটিতে কিন্তু যোগ দিয়েছিলেন তৃণমূল, কংগ্রেস, আরএসএস এমনকী বামেদের বিক্ষুব্ধ মানুষরাও - তাঁদেরকে ভুলে গেলে চলবে না। আন্দোলন কাজেই এই আন্দোলনের উত্তরাধিকার কার, তা বিচার করার ভার সেখানকার মানুষেরই। অপেক্ষা ২ মে তারিখের।