Published : Mar 20, 2021, 02:13 PM ISTUpdated : Mar 20, 2021, 02:15 PM IST
'মিনি ভারত- খড়গপুর' শনিবার রেলের শহরে এসেই এমনই আখ্যা দিলেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এদিন রাজ্যে এসেই মমতাকে নিশানা করে মোদী। তিনি বলেন, 'বাংলার মানুষকে আশ্বস্ত করছি যে, দিদিকে গণতন্ত্র ধ্বংস করতে দেওয়া যাবে না। পুলিশ-প্রশাসনকেও মনে রাখতে হবে সংবিধান ও গণতন্ত্র থেকে বড় কিছু নয়।' উল্লেখ্য, মোদীর সভা ঘিরে রেল শহরে ময়াদনের মাঝে প্রায় ৯০০ বর্গফুটের মঞ্চ করা হয়েছে। সভামঞ্চের পিছনে প্রধানমন্ত্রীর বসার জন্য ঘর এবং শৌচাগার করা হয়েছে। রয়েছে চা, বিস্কুট এবং ডাবের ব্যবস্থাও।
'মিনি ভারত- খড়গপুর' শনিবার রেলের শহরে এসেই এমনই আখ্যা দিলেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।
27
তবে এদিন রাজ্যে এসেই মমতাকে নিশানা করে মোদী। তিনি বলেন, 'বাংলার মানুষকে আশ্বস্ত করছি যে, দিদিকে গণতন্ত্র ধ্বংস করতে দেওয়া যাবে না। পুলিশ-প্রশাসনকেও মনে রাখতে হবে সংবিধান ও গণতন্ত্র থেকে বড় কিছু নয়।'
37
শনিবার বিজেপি প্রার্থীর প্রচারে এবার রেল শহরে বিএনআর ময়দানেই সভা করতে এলেন প্রধানমন্ত্রী। মোদীর এই সভায় দেড় লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রায় রাজ্য বিজেপি।