'আমাদের অনুপ্রেরণা দাদা', কলকাতার পর এবার হাওড়া জুড়ে রাজীবের পোস্টার

Published : Dec 07, 2020, 11:21 AM ISTUpdated : Dec 07, 2020, 11:29 AM IST

কলকাতার শ্যামবাজার এলাকার পর হাওড়ার ডোমজুড়ে রাজ্যের বনমন্ত্রী  রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। সোমবার সকালে ডোমজুড়ের শলপ এলাকার বাসিন্দারা দেখেন ৬ নম্বর জাতীয় সড়ক, সলপ বাজার এলাকায় এবং লালবাড়ি এলাকায় পোস্টার পড়েছে।  

PREV
15
'আমাদের অনুপ্রেরণা দাদা', কলকাতার পর এবার হাওড়া জুড়ে রাজীবের পোস্টার
কলকাতার শ্যামবাজার এলাকার পর হাওড়ার ডোমজুড়ে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার।
25
সোমবার সকালে ডোমজুড়ের শলপ এলাকার বাসিন্দারা দেখেন ৬ নম্বর জাতীয় সড়ক, সলপ বাজার এলাকায় এবং লালবাড়ি এলাকায় পোস্টার পড়েছে।
35
রাজীব বন্দ্যোপাধ্যায় এর ছবি দিয়ে পোস্টারে লেখা আছে 'অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে',' আমাদের অনুপ্রেরণা দাদা' ইত্যাদি। সৌজন্যে আমরা দাদার ভক্ত।
45
সূত্রের খবর, রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা এই পোস্টার লাগিয়েছেন। উল্লেখ্য ডোমজুড় বিধানসভা এলাকার বিধায়ক রাজীব বন্দোপাধ্যায়।
55
সামনেই বিধানসভা নির্বাচন। এদিকে শুভেন্দুর পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ঘিরে চর্চা শুরু রাজনৈতিক মহলে।
click me!

Recommended Stories