চলছে নাকা চেকিং, বুথে বুথে পৌঁছে গেলেন ভোট কর্মীরা - দেখুন পঞ্চম দফার প্রস্তুতি, ছবিতে ছবিতে

রাত পোহালেই পঞ্চম দপা নির্বাচন। ৬ জেলার ৪৫ আসনে হবে ভোট গ্রহণ। চতুর্থ দফার নির্বাচনে ব্যাপক রাজননৈতিক হিংসা দেখা গিয়েছিল। সেইসঙ্গে বাড়ছে করোনা সংক্রমণও। এই অবস্থায় বুথে বুথে পৌঁছে গেলেন ভোটকর্মীরা। রয়েছে ককঠোর সুরক্ষা ব্যবস্থাও।

amartya lahiri | Published : Apr 16, 2021 5:56 PM IST
17
চলছে নাকা চেকিং, বুথে বুথে পৌঁছে গেলেন ভোট কর্মীরা - দেখুন পঞ্চম দফার প্রস্তুতি, ছবিতে ছবিতে

পঞ্চম দফা নির্বাচনের আগে ইভিএম, ভিভিপ্যাট ইত্যাদি সরঞ্জাম নিতে উপস্থিত পোলিং অফিসাররা। শিলিগুড়িতে বিধানসভার ছবি।

 

27

নিজ নিজ ভোটকেন্দ্রে যাওয়ার আগে শেষ মুহূর্তে আরও একবার বৈদ্যুতিন ভোটযন্ত্র বা ইভিএম) এবং ভিভিপ্যাট ইউনিটগুলি পরীক্ষা করে দেখছেন ভোট কর্মীরা। শিলিগুড়িতে বিধানসভার ছবি।

 

37

প্রতি দফার মতো এই দফাতেও কয়েকটি বুথ শুধুমাত্র মহিলা পরিচালিত। এইরকমই একটি বুথের ভোটকর্মীরা ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটারদের পরিচয় যাচাই করার কাগজগুলি মিলিয়ে দেখছেন।

 

47

সবকিছু মিলিয়ে নেওয়ার পরই ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেন ভোটকর্মীরা। সঙ্গে ছিলেন বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও।

 

57

বিশেষ বাসে করে ভোট কর্মীদের  নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। সঙ্গে ছিল ভোটের যাবতীয় সরঞ্জাম।

 

67

ভোট হচ্ছে যে সব এলাকায়, তার সব জায়গাতেই নাকা চেকিং-এর ব্যবস্থা করা হয়েছে।

 

77

প্রতিটি গাড়ির ডিকি খুলে খুলে তল্লাশি করা হচ্ছে।

 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos