'ছোটবেলাটা আমার এখানে কেটেছে' দেওয়াল লিখন সেরে বার্তা বেহালা পশ্চিমের BJP প্রার্থী শ্রাবন্তির

'ছোটবেলাটা আমার এখানে কেটেছে'- তালিকায় নাম প্রকাশের পর মন খুললেন ১২৯ ওয়ার্ডের গোপাল মিশ্র রোডের বিজেপির প্রার্থী  শ্রাবন্তি চট্টোপাধ্য়ায়।  শীতলা মন্দিরে এসে পুজো দিয়ে প্রণাম করলেন  বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তি। দেওয়াল লিখনেও অংশ নিলেন তিনি। 

Asianet News Bangla | Published : Mar 19, 2021 4:09 AM IST
16
'ছোটবেলাটা আমার এখানে কেটেছে' দেওয়াল লিখন সেরে বার্তা বেহালা পশ্চিমের BJP প্রার্থী শ্রাবন্তির

'ছোটবেলাটা আমার এখানে কেটেছে'- তালিকায় নাম প্রকাশের পর মন খুললেন ১২৯ ওয়ার্ডের গোপাল মিশ্র রোডের বিজেপির প্রার্থী  শ্রাবন্তি চট্টোপাধ্য়ায়।  

26

শীতলা মন্দিরে এসে পুজো দিয়ে প্রণাম করলেন  বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তি।  

36

শীতলা মন্দিরে যখন প্রণাম সারছেন  বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তি, ওদিকে বাইরে তখন উপচে পড়ছে প্রতিবেশীদের ভীড়।
 

46


'এখান থেকে আমি বড় হয়েছি, আমার খুব ভালো লাগছে.এই পাড়ার মেয়ে আমি  এখানে এসে খুব খুশি আমি', দেওয়াল লিখনেও অংশ নিলেন   শ্রাবন্তি চট্টোপাধ্য়ায়।

56

' সাধারণ মানুষের সঙ্গে আমি থাকব , তাদের জন্য কাজ করতে সচেষ্ট হব, বিপক্ষে হেভিওয়েট প্রার্থীরা রয়েছে জানি, আমি ভগবানকে খুব বিশ্বাস করি এবং আমি এখানকার মেয়ে, আশা করি এখানকার বাসিন্দারা আমার সাথে থাকবে

66

'খেলা হবে কিসের ইঙ্গিত আমি নিজেও বুঝতে পারি না। বুঝতেও চাই না। কিন্তু আমি জানি এতদিন টেলিভিশনের পর্দায় ছিলাম, মানুষের জন্য কিছু করতে চাই', স্পষ্ট জানালেন শ্রাবন্তি

Share this Photo Gallery
click me!

Latest Videos