'জয়শ্রী রাম মা-মমতাজ বেগমকে একদম না',শুভেন্দুর প্রচার শুনে হেসেই কুটোপাটি নন্দীগ্রামবাসী

একগাল হাসি নিয়ে নন্দীগ্রামে প্রচারে নামলেন শুভেন্দু। 'জয়শ্রী রাম মা-মমতাজ বেগমকে একদম না',এদিকে শুভেন্দুর কথা শুনে হেসেই কুটোপাটি নন্দীগ্রামবাসী। নন্দীগ্রামের বিরুলিয়াতে শুক্রবার প্রচার সারলেন বিজেপি  প্রার্থী শুভেন্দু অধিকারী। বিরুলিয়াতে প্রথমে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন। পরে শীতলা মন্দিরে পুজো দেন তারপর কালী মন্দিরেও পুজো দেন তিনি।

Ritam Talukder | Published : Mar 19, 2021 7:20 AM IST / Updated: Mar 19 2021, 12:55 PM IST
17
'জয়শ্রী রাম মা-মমতাজ বেগমকে একদম না',শুভেন্দুর প্রচার শুনে হেসেই কুটোপাটি নন্দীগ্রামবাসী

শুক্রবার একগাল হাসি নিয়ে নন্দীগ্রামে প্রচারে নামলেন শুভেন্দু অধিকারী।

27

 'জয়শ্রী রাম মা-মমতাজ বেগমকে একদম না',এদিকে শুভেন্দুর কথা শুনে হেসেই কুটোপাটি নন্দীগ্রামবাসী

37

নন্দীগ্রামের বিরুলিয়াতে শুক্রবার প্রচার সারলেন বিজেপি  প্রার্থী শুভেন্দু অধিকারী।

47

প্রচারে বেরোনোর আগে কালী মন্দিরেও পুজো দেন তিনি।

57

কালীমন্দিরে প্রণাম সারছেন যখন শুভেন্দু, তখন শিশির পুত্রকে দেখার জন্য বাইরে জনসমুদ্র

67

 শীতলা মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী

77

এদিন তিনি বিরুলিয়াতে প্রথমে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos