মমতার উপর 'হামলার' প্রতিবাদে রাজ্য জুড়ে শুরু তৃণমূলের 'মৌন মিছিল', দেখুন ছবি


 মমতার উপর 'হামলার' প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে রাজ্য জুড়ে শুরু তৃণমূলের  'মৌন মিছিল'। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে এবং হাতে কালো পতাকা নিয়ে মিছিল শুরু করেছেন তৃণমূল নেতা-কর্মীরা। এদিন বেহালা ম্যানটন থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উপর আক্রমণের প্রতিবাদে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সমর্থকরা মুখে কালো কাপড় বেঁধে একটি ধিক্কার মিছিল করে। এই মিছিল বেহালা ম্যানটন থেকে বেহালা ১৪ নম্বর হয়ে আবার বেহালা ম্যানটন এসে শেষ হয়। উল্লেখ্য, গড়িয়াহাট সহ শহর ও শহরতলির একাধিক জায়গায় এদিনে মিছিলে দলে দলে বের হন তৃণমূল নেতা-কর্মীরা।

Asianet News Bangla | Published : Mar 12, 2021 11:37 AM IST
17
মমতার উপর 'হামলার' প্রতিবাদে রাজ্য জুড়ে শুরু তৃণমূলের  'মৌন মিছিল', দেখুন ছবি

 মমতার উপর 'হামলার' প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে রাজ্য জুড়ে শুরু তৃণমূলের  'মৌন মিছিল'। 

27

দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে এবং হাতে কালো পতাকা নিয়ে মিছিল শুরু করেছেন তৃণমূল নেতা-কর্মীরা।

37

 এদিন বেহালা ম্যানটন থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উপর আক্রমণের প্রতিবাদে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সমর্থকরা মুখে কালো কাপড় বেঁধে একটি ধিক্কার মিছিল করে। 

47

ই মিছিল বেহালা ম্যানটন থেকে বেহালা ১৪ নম্বর হয়ে আবার বেহালা ম্যানটন এসে শেষ হয়। 

57

 উল্লেখ্য, গড়িয়াহাট সহ শহর ও শহরতলির একাধিক জায়গায় এদিনে মিছিলে দলে দলে বের হন তৃণমূল নেতা-কর্মীরা।

67

পাশাপাশি, মমতার অসুস্থতার জন্য শনি-রবিবার তাঁর রাজনৈতিক কর্মসূচি স্থগিত করল তৃণমূল। সোমবার জেলা সফর শুরু করবেন দলনেত্রী। নন্দীগ্রামে আহত হওয়ার পর মমতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। 

77

 ওদিকে মমতার উপর হামালার অভিযোগে (ECCI) ইসিসিআই- এর সঙ্গে দেখা করতে দিল্লির পথে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল।

Share this Photo Gallery
click me!

Latest Videos