বিজেপির সঙ্গে সাবঅল্টার্ন জনতা
একথা সকলেই জানে, বাংলার নির্বাচনকে নিয়ন্ত্রণ করে গ্রাম বাংলা। আর তারমধ্যে দলিত, তফসিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রায় ৩০ শতাংশ। আর এই মানুষগুলোই তৃণমূলের সময়ে সবচচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছেন। শাসক দলের স্থানীয় নেতাদের নিত্য়দিনের দুর্নীতি, বাংলার গ্রামে গ্রামে 'ক্ষমতাসীন দল বনাম সকলে' এমন রাজনৈতিক মেরুকরণের পরিস্থিতি তৈরি করেছে। সিপিএম এবং কংগ্রেসের সংগঠন এখন দুর্বল। নেতৃত্বের আর সেই ক্যারিশমা নেই, যা গ্রামের যুব সম্প্রদায়কে আকৃষ্ট করবে, ভরসা দেবে। এই অবস্থায়, মোদি ফ্যাক্টরকে বিকল্প হিসাবে দেখছে গ্রামবাংলা। তাদের বঞ্চনার ক্ষোভের সঙ্গে হিন্দুত্ববাদের সূক্ষ্ম টানের সমন্বয়ে বিজেপির পক্ষে হাওয়া তৈরি হয়েছে। তৃণমূল বিরোধী মনোভাবের ফসল তাই গেরুয়া পক্ষই ঘরে তুলবে বলে মনে করা হচ্ছে।