শিয়রে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। কারা জিতবে ভোটে, কাকে ভোট দেবেন - নির্বাচনের আগে এই নিয়ে আলোচনা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু, বাংলায় এখন এইসব প্রশ্ন করলে ২৯৪টি বিধানসভা কেন্দ্রেরই মানুষ তাঁদের পছন্দের দল বা নেতা এবং ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে হয় মুখে কুলুপ এঁটে থাকছেন, অথরা বলছেন ফিসফিস করে। আর এই নীরবতা এবং ফিসফিসানির অর্থ ভোটাররা ক্ষমতার পরিবর্তন চাইছেন, এমনটাই মনে করছেন ভোট সমীক্ষকরা। এখান থেকেই তাঁরা বলছেন, তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে ক্রমে মাটটি সরছে। আর ফোকটে তার লাভের গুড় খেতে চলেছে কোনও বিরোধী দল বা জোট। কিন্তু, কেন দুর্বল হচ্ছে তৃণমূল? কারা পাবে তার লাভ? কী বলছেন ভোট সমীক্ষকরা?