লড়াকু নেত্রী মমতা
অনেকে মনে করছেন, এই ঘটনা মমতাকে ফের লড়াকু নেত্রী হিসাবে তুলে ধরবে। যেমন এখনও তিনি সভায় সভায় বলে থাকেন, বাম আমলে তাঁকে রাইটার্স বিল্ডিং থেকে চুলের মুঠিধরে সরিয়ে দেওয়ার কথা বা ডান্ডা মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার কথা। সেইসব ঘটনার তালিকায় এই ঘটনা নবতম সংযোজন হতে চলেছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।