Published : Apr 30, 2021, 11:28 AM ISTUpdated : Apr 30, 2021, 11:42 AM IST
রাজ্যের আট দফা ভোট শেষে এখন শুধু ফলাফলের অপেক্ষা। ২ মে রবিবার ভোটগণনা হবে। রাজ্যের শাসকদল মমতার সরকারই কি পুনরায় ফিরে আসবে নাকি প্রধান বিরোধী দল বিজেপির ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসবে, এনিয়ে চলছে জোর জল্পনা। এমন এক পরিস্থিতিতে দিলীপ ঘোষ ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে জানিয়েছেন,' ২০০ কাছাকাছি আসন আমরা পাব।'
রাজ্যের আট দফা ভোট শেষে এখন শুধু ফলাফলের অপেক্ষা। ২ মে রবিবার ভোটগণনা হবে। তারই আগে মুখ খুললেন দিলীপ।
25
রাজ্যের শাসকদল মমতার সরকারই কি পুনরায় ফিরে আসবে নাকি প্রধান বিরোধী দল বিজেপির ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসবে, এনিয়ে চলছে জোর জল্পনা। যদি জল্পনা কাটিয়ে জয়ের ইঙ্গিত বিজেপির রাজ্য সভাপতির বার্তায়।
35
রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে জানিয়েছেন, 'কিছু সমীক্ষা ওদেরকে এগিয়ে রেখেছে । '
45
দিলীপ সাফ বলেন যে, 'এমন সংস্থা আছে চার মাস আগে যা বলেছিল সেটা বলেছে। আমরা জানি এক্সিট পোলটা ঠিক নয়।'
55
এরপরেই হাসিমুখে খোশমেজাজে দিলীপ বলেছে, '২ তারিখে আসল ব্যাপারটা বোঝা যাবে। আমরা যেটা চেয়েছিলাম ওটাই হবে ২০০ কাছাকাছি আসন আমরা পাব।'