পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এর পঞ্চম দফার ভোটগ্রহণ পর্বও হিংসামুক্ত হওয়াার ধারে কাছ দিয়ে গেল না। তবে এই ব্যাপক হিংসার আবহেও ভোটদানে বিরত থাকলেন না মানুষ। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার বিকাল ৫টা অবধি মোট ভোট পড়েছে ৭৮ শতাংশ। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়া এবং উত্তরের জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং - এই ৬ জেলার মোট ৪৫টি আসনে এদিন ভোটগ্রহণ হল। হিংসা থাকলেও তারমধ্যেই নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বানালেন মানুষ।