'২০০ কাছাকাছি আসন পাব আমরা', প্রাতঃভ্রমণে বললেন দিলীপ ঘোষ


রাজ্যের আট দফা ভোট শেষে এখন শুধু ফলাফলের অপেক্ষা। ২ মে রবিবার ভোটগণনা হবে। রাজ্যের শাসকদল মমতার সরকারই কি পুনরায় ফিরে আসবে নাকি প্রধান বিরোধী দল বিজেপির ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসবে, এনিয়ে চলছে জোর জল্পনা। এমন এক পরিস্থিতিতে  দিলীপ ঘোষ ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে জানিয়েছেন,' ২০০ কাছাকাছি আসন আমরা পাব।'

Asianet News Bangla | Published : Apr 30, 2021 11:28 AM / Updated: Apr 30 2021, 11:42 AM IST
15
'২০০ কাছাকাছি আসন পাব আমরা',  প্রাতঃভ্রমণে বললেন দিলীপ ঘোষ

রাজ্যের আট দফা ভোট শেষে এখন শুধু ফলাফলের অপেক্ষা। ২ মে রবিবার ভোটগণনা হবে। তারই আগে মুখ খুললেন দিলীপ।

25

রাজ্যের শাসকদল মমতার সরকারই কি পুনরায় ফিরে আসবে নাকি প্রধান বিরোধী দল বিজেপির ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসবে, এনিয়ে চলছে জোর জল্পনা। যদি জল্পনা কাটিয়ে জয়ের ইঙ্গিত বিজেপির রাজ্য সভাপতির বার্তায়।

35

রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে জানিয়েছেন, 'কিছু সমীক্ষা ওদেরকে এগিয়ে রেখেছে । '

45

দিলীপ সাফ বলেন যে, 'এমন সংস্থা আছে চার মাস আগে যা বলেছিল সেটা বলেছে।  আমরা জানি এক্সিট পোলটা ঠিক নয়।'

55

এরপরেই হাসিমুখে খোশমেজাজে দিলীপ বলেছে, '২ তারিখে আসল ব্যাপারটা বোঝা যাবে। আমরা যেটা চেয়েছিলাম ওটাই হবে ২০০ কাছাকাছি আসন আমরা পাব।'

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos