বিজেপির উদ্যোগ
পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে হাওয়া যে অনেকটাই বিজেপির দিকে, তা সকলেই বুধতে পারছেন। কিন্তু, সেই হাওয়াকে ভোটে পরিণত করা কিন্তু, অন্য লড়াই। তার জন্য লাগে বুথে লড়ে যাওয়ার মতো কর্মী, বাড়ি বাডড়ি প্রচারে যাওয়ার মতো কর্মী, এলাকাকে হাতের তালুর মতো জানা কর্মীদের। সত্যি কথাটা বলে দেওয়া ভালো বিজেপির তা নেই। তবে, এই ক্ষেত্রে তারা কাজে লাগিয়েছে ভাড়াটে সৈন্যদের, অর্থাৎ, তৃণমূল থেকে আসা নেতাদের। তাঁদের অনেককে প্রার্থীও করা হয়েছে। তাতে দলের অনেক পুরোনো কর্মীই ক্ষুব্ধ। কিনতু, বুথে বুথে লড়তে শুভেন্দু অধিকারী, রাজীব বিশ্বাসদের মতো নেতাদের লাগবে বিজেপির। এই নেতাদের অনুগামীরাই বিজেপির পক্ষের হাওয়াকে ভোটে পরিণত করবেন। কাজেই শেষ লগ্নে এসে হিন্দুত্বের তাস মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনও নির্বাচনী সুবিধা দেবে, এমনটা কোনও অবস্থাতেই মনে হচ্ছে না। বরং ঘর ছেড়ে রেখে আক্রমণাত্বক কেলতে গিয়ে আরোই সমস্যায় পড়ছেন তিনি। মঞ্চ থেকে ভুল চন্ডীপাঠ করা নিয়ে মমতাকে কটাক্ষ করে ইতিমধ্য়েই 'ভেজাল হিন্দু' বলে প্রচার শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী।