পরিবারতন্ত্র
বিভিন্ন রাজ্যেই বিজেপির ভোট জয়ের অন্যতম কৌশল পরিবারতন্ত্রের অভিযোগ। জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধী, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, মহারাষ্ট্রে আদিত্য ঠাকরে, বিহারে তেজস্বী যাদব - এর স্বাদ পেয়েছেন। বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই একই কৌশল কাজে লাগানোর সুয়োগ গেরুয়া দল পেয়েছে, অভিষেক বন্দ্যোাধ্য়ায় থাকায়। আর তাই, এখন থেকেই তৃণমূল কংগ্রেসের পরের মুখ্যমন্ত্রী হিসাবে ভাইপোর নামই করছেন অমিত শাহ, 'ভাইপো-কল্যাণ'এর কথা বলছেন। তৃণমূল কংগ্রেস দল ও মমতা সরকারকে বিজেপি পিসি-ভাইপো লিমিটেড কোম্পানি বলে প্রচার করছে। আরও সুবিধা হয়েছে শুভেন্দু, রাজীব, সোনালী গুহদের মতো দলত্যাগীদের সঙ্গে পেয়ে।