২০২১ সালের বিধানসভা নির্বাচনে অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলার ভোটারদের মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে। যার জোরেই দলবদলুদের মাঠে নামালেও বিশেষ অসুবিধা হবে না বিজেপির। প্রথমত, বাংলার রাজনীতি আগে ছিল দলভিত্তিক, পার্টিজান সমাজ ছিল। এখন তৃণমূলের স্থানীয় নেতারা যেভাবে ক্ষমতা কুক্ষিগত করেছেন, তাতে বাংলার রাজনীতি এখন নেতা ভিত্তিক। কাজেই, শুভেন্দু, রাজীবরা দল ছাড়ায়, তাদের দলীয় নেতা-কর্মীরা মুখ ফেরাননি, বরং তাঁদের সঙ্গেই নতুন দলে মিশে গিয়েছেন।