কেন জঙ্গলমহল? এই এলাকার ভূপ্রকৃতির মধ্যে বনাঞ্চল এবং পার্বত্য অঞ্চলই বেশি। সেইসঙ্গে এই এলাকায় রয়েছে জনজাতি সম্প্রদায়ের আধিপত্য। সাঁওতাল, ওরাওঁ, শবর, খেরিয়া, লোধা, মুন্ডা, ভূমিজ, মহালি, ভোড়া ইত্যাদি উপজাতি মিলিয়ে রাজ্যের জনজাতি সম্প্রদায়ের ৭০ শতাংশের বাস এই এলাকায়।