২৭ মার্চ থেকেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ ভোটগ্রহণ। প্রথম দফায় ভোট হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এবং পূর্ব মেদিনীপুরের পাঁচটি জেলার মোট ৩০ টি আসনে। এর মধ্যে রয়েছে জঙ্গল মহলও। একসময় যা ছিল বামেদের দূর্গ, সেই এলাকাই সঙ্গ দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে ২০১৯ সালের সাধারণ নির্বাচন, বাংলার রাজনীতির অনেক কিছুই বদলে দিয়েছে। বাংলায় রাজনীতি শ্রেনি ভিত্তিক পথ থেকে সরে, জাতি-পরিচয় ভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকেছে। জঙ্গলমহলে এবার হাওয়া কোনদিকে?