যত কাণ্ড নন্দীগ্রামে - ঠিক কী ঘটেছিল বয়াল গ্রামে, দেখুন ছবিতে ছবিতে

Published : Apr 01, 2021, 07:59 PM ISTUpdated : Apr 01, 2021, 08:12 PM IST

ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রামে সত্য়ি সত্য়িই যুদ্ধের পরিস্থিতি। বয়াল গ্রামে একটি ভোটকেন্দ্রকে ঘিরে উত্তাল পরিস্থিতি। দু ঘন্টা আটকে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী ঘটেছিল সেখানে?

PREV
110
যত কাণ্ড নন্দীগ্রামে - ঠিক কী ঘটেছিল বয়াল গ্রামে, দেখুন ছবিতে ছবিতে

ঘটনার সূত্রপাত এদিন সকালে। বরাল গ্রামের ৭ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেয়নি বিজেপি এমনই অভিযোগ উঠেছিল। বিজেপির হুমকিতে এক এজেন্টের মা তাঁর ছেলেকে বুথে যেতেও দেয়নি।

210

দুপুর দেড়টার পর বাড়ি থেকে বেরিয়ে ওই বুথে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

310

তাঁকে দেখে বেরিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের সদস্য-সমর্থকরা।

410

এরপরই আরেকদিক থেকে বিজেপি সমর্থকরা এসে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন।

510

দুই পক্ষে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হওয়ার দুই অংশের মাঝে মানব প্রাচীর গড়েন পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।

610

মাঝে সেই প্রাচীর ভেঙে ফেলেছিলেন তৃণমূল কর্মীরা। পুলিশ ফের অবস্থার নিয়ন্ত্রণ নেয়।

710

ওই অবলস্থায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। গ্রাম থেকে বের হওয়ার সময় তাঁর নিরাপত্তা বি্নিত হতে পারে বলে আশঙ্কা করে পুলিশ। সেই সময় ওই বুথের বাইরের বারান্দায় প্রায় ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হয় তাঁকে।

810

এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল ব়্যাফ বাহিনী নামানো হয়।

910

একটু পরে আসে বিশাল কেন্দ্রীয় বাহিনীর দলও।

1010

তারাই শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুরক্ষা দিয়ে গ্রামের বাইরে নিয়ে যায়।

click me!

Recommended Stories