এদিন জয়নগরের সভায় মোদী বলেছেন, নন্দীগ্রামকে অপমান করেছেন দিদি। বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দিদি।
58
গত ১০ বছর বাংলার মানুষের জন্য যদি কাজ করতেন দিদি, তাহলে কি আজ এই দিন দেখতে হতো বলে প্রশ্ন তোলেন মোদী।
68
এদিন উলুবেড়িয়ায় এসে মোদী জানিয়েছেন, 'বাংলার জন্য আমার স্বপ্ন অনেক বড়-সংকল্প অনেক বড়। আমরা এটা সবাই মিলে সম্পূর্ণ করব। তাই এবার সবাই দেবে পদ্মফুলেই ছাপ।
78
'পিএম সম্মান নিধি' র মাধ্যমে সারা ভারতবর্ষের ১০ কোটি কৃষক উপকৃত হচ্ছে। কিন্তু দিদি বাংলার কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বাংলার কৃষকরা বলে দাবি নরেন্দ্র মোদীর।
88
'বাংলার প্রতিটি কোণে শুধুই বিজেপির ঝড় উঠেছে' এদিন রাজ্য সফরে এসে বলেন মোদী।