দিল্লির নিয়ন্ত্রণ
এছাড়া পরাজয়ের কারণ হিসাবে আর যে কারণটি উঠে আসছে, সেটি হল দিল্লির অতিরিক্ত নিয়ন্ত্রণ। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কিন্তু, সাফল্য এনে দিয়েছিল বঙ্গ বিজেপির নেতৃত্বই। কিন্তু, তাদের উপর আস্থা না রেখে এরপরই সংগঠনের ভার নিয়ে নিয়েছিল নায়াদিল্লি। রাজ্যকে পাঁচটি অঞ্চলে ভাগ করে, কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অরবিন্দ মেননদের মতো বিশিষ্ট নেতাদের। পরে এই রাজ্যে প্রচারে এসেছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বহু কেন্দ্রীয় মন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাঁরা বাংলার রাজনীতির ধারাটা ঠিকমতো রপ্ত করতে পারেননি, এমনটাই মনে করছেন বঙ্গ বিজেপির একাংশ।