ভোট ময়দানে যশ, বুধবার দিনভর একাধিক কর্মসূচী, চামুন্ডা মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু

সদ্য একের পর এক তারকা যোগ দিয়েছেন রাজনীতির ময়দানে। সেলেবদের উপস্থিতিতেই এখন রাজনীতির ভোটাভুটি বিতর্ক। যদিও সে সব বিষয়কে বিন্দু মাত্র গুরুত্ব দিতে নারাজ যশ। মানুষের পাশে থাকার অঙ্গিকার নিয়েই পথে নেমেছেন তিনি, এমনটাই সাফ মন্তব্য অভিনেতার। 

Jayita Chandra | Published : Mar 17, 2021 4:10 AM IST

19
ভোট ময়দানে যশ, বুধবার দিনভর একাধিক কর্মসূচী, চামুন্ডা মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু

বুধবার সকাল  থেকেই যশের ব্যস্ততা তুঙ্গে। হাতে খুব বেশি সময় নেই। তাই মানুষেক সঙ্গে কথা বলে বুঝে নিতে হবে তাঁদের দাবী, আর বুঝিয়ে দিতে হবে তিনি কতটা তৎপর মানুষের পাশে থাকার জন্য।

29

আর সেই দিকে নজর দিয়েই সকলের সঙ্গে কথা বলতে ব্যস্ত এখন যশ। ডানকুনিতে বিজেপির হয়ে টিকিট পেয়ে এখন ব্যস্ত তিনি। 

39

এলাকা ঘুরে দেখা থেকে শুরু করে কর্মীদের সঙ্গে কথা বলি পরিকল্পনা করে নেওয়া, সব কাজই এগোচ্ছে ধাপে ধাপে। যশের উপস্থিতিতে এলাকা বাসীর মধ্যে সকাল থেকেই উত্তেজনা তুঙ্গে। 

49

বুধবার যশের দিনভর কর্মসূচীর মধ্যে প্রথমেই ছিল সকাল ৮ টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চামুন্ডা মন্দিরে পুজো দেওয়ার পরিকল্পনা। 

59

সেখানেই বিপুল সংখ্যক মানুষ জরো হয়েছেন, যাঁরা যশকে দেখতে ও তার প্রচারে সামিল হতে পথে নেমেছেন 

69

সাড়ে আট থেকে সাড়ে ১২ টা পর্যন্ত দরজায় দরজায় গিয়ে ভোটের প্রচার সারছেন যশ, ভোটটা ঠিক কেন তাঁর পক্ষেই হবে, মানুষকে বোঝাচ্ছেন অভিনেতা। 

79

সাড়ে বারোটাতে সামান্য বিরতি, ভোট মানেই মাঠে ময়দানে দীর্ঘক্ষণের জন্য সময় কাটানো। ওয়ার্ড নম্বর ৮ ও ১৬-তে প্রচার। 

89

২ থেকে পৌনে চারটে পর্যন্ত তিনি থাকবেন কার্যকর্তাদের সন্মেলনে। যেখানে ডানকুনি মডেল নিয়ে আলোচনায় ব্যস্ত থাকবেন যশ।

99

৪-৭ পর্যন্ত তিনি থাকবেন ৯ ও ১৩ নম্বর ওয়ার্ডের প্রচারে। এরপর আটা পর্যন্ত থাকবেন তিনি কৃষ্ণরামপুর বরপাড়াতে। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos