বেলদাতে হেলিকপ্টার থেকে নেমে একঘন্টা অপেক্ষা করতে হল যোগী আদিত্যনাথকে, কেন জানেন কি

Published : Mar 16, 2021, 10:36 PM IST

এদিন পুরুলিয়া আর পশ্চিমমেদিনীপুরে জনসভা ছিল যোগী আদিত্যনাথের। কিন্তু বেলদাতে হেলিকপ্টার থেকে নেমে একঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল যোগী আদিত্যনাথকে। মাঠ ভরার জন্যই তাঁকে অপেক্ষা করতে হয় বলেও  জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্টেজের পাশে একটি বিশ্রামকক্ষে তিনি অপেক্ষা করেন।   

PREV
17
বেলদাতে হেলিকপ্টার থেকে নেমে একঘন্টা অপেক্ষা করতে হল যোগী আদিত্যনাথকে, কেন জানেন কি

সোমবার ঝাড়গ্রামের জনসভায় সশরীরে উপস্থিত হননি অমিত শাহ। তিনি দাবি করেছেন তাঁর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির জন্যি তিনি সভায় পৌঁছাতে পারেননি। কিন্তু তৃণমূল সুপ্রিমো দাবি করেছেন সভাতে ভিড় না হওয়ার জন্যই উপস্থিত হননি অমিত শাহ। 

27

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে জনসভা ছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির স্টার প্রচারক যোগী আদিত্যনাথের। কিন্তু সেই সভাতেও নাকি তেমন জনসমাগম হয়নি। আর সেই কারণেই নাকি তাঁকে হেলিকপ্টার থেকে নামার পর প্রায় একঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। 

37

মঙ্গলবার বেলা দুটো নাগাদ তিনি হেলকপ্টারে করে নেমে হাজির হলেও সভায় লোক না থাকার কারনে মঞ্চের পাশে বিশ্রামস্থলে বসে থাকতে হল এক ঘন্টা ৷ বেলা ৩ টা ১০ নাগাদ মঞ্চে ওঠেন বক্তব্য রাখতে ৷ 

47

দলীয় সূত্রে খবর প্রায় একঘণ্টার চেষ্টায়  হাজার খানেক লোককে মঞ্চের পাশে হাজির করতে সক্ষম হয় বিজেপি নেতারা ৷ এরপরে মঞ্চে উঠে বক্তব্য রাখেন যোগী ৷ 

57

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মাঠের একপাশ প্রায় ফাঁকাই ছিল। ফাঁকা চেয়ার সার দিয়ে রাখা ছিল। বসার কোনও লোক ছিল না। 
 

67

এদিন তিনি বেলদার সভামঞ্চে বক্তব্যে বলেন- এখানে রামের নাম নিলে তৃণমূল সরকারের আপত্তি হয় কেন? কিন্তু এটা বলতে পারি যেখানেই রামের বিরোধিতা করা হয়েছে সেখানেই জনতার জবাব পেয়েছে সরকার। এই ভুলটাই উত্তর প্রদেশের আগের একটি সরকার করেছিল। তার কি অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন।
 

77

অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে, সেটা কখনোই কংগ্রেস থাকলে হত না। তৃণমূল থাকলেও এ ধরণের কাজ হবে না। বিজেপি বিদ্যুৎ আলো জল , স্বাস্থ্য পরিষেবা সবই দেবে। আর যেদিন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে , বিজেপি কর্মীদের যারা আক্রমণ করেছে আইন তাদের বিরুদ্ধে ২ মে-র পর ব্যবস্থা নেওয়া শুরু করবে।

click me!

Recommended Stories