ফেসবুক ভুয়ো প্রোফাইলে 'অশ্লিল ছবি' পোস্ট, হুগলিতে সিআইডির হানা

Published : Sep 26, 2020, 11:25 AM IST

ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করে অশ্লিল ছবি পোস্ট। সাইবার ক্রাইমে কলকাতায় অভিযোগ দায়ের হয়। ছবিকে অশ্লীলভাবে ডি কম্পোজ করে পোস্ট করার অভিযোগ। হুগলির গুড়াপ থেকে এক কিশোরকে গ্রেফতার করল সিআইডি। কলকাতা থেকে সিআইডির চারজনের প্রতিনিধি দল সুরজিখৎ টুডু নামে ওই কিশোরকে গ্রেফতার করে।

PREV
15
ফেসবুক ভুয়ো প্রোফাইলে 'অশ্লিল ছবি' পোস্ট, হুগলিতে সিআইডির হানা

সাইবার ক্রাইমের অভিযোগে হুগলির এক কিশোরকে গ্রেফতার করল সিআইডি। কলকাতায় অভিযোগের ভিত্তিতে হুগলির গুড়াপে হানা দিয়ে আঠারো বছরের ওই কিশোরকে গ্রেফতার করে সিআইডির প্রতিনিধি দল।

25

সিআইডি সূ্ত্রে খবর, ধৃত কিশোরের নাম সুরজিৎ টুডু। গুড়াপ থানার বালিদহ এলাকার বাসিন্দা। ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করেছিল ওই কিশোর। সেখানে ছবি ডি কম্পোজ করে অশ্লিল ছবি পোস্ট করার অভিযোগ।

35

জানাগেছে, কলকাতার সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন সিআইডি আধিকারিকরা। 

45


সূত্র মারফত খবর পেয়ে হুগলির গুড়াপ থানায় আসেন সিআইডির আধিকারিকরা। এরপরই থানার পুলিশকে সঙ্গে নিয়ে সুরজিৎ টুডুর বাড়িতে হানা দেয়। গ্রেফতার হয় ওই কিশোর।

55


করোনা আবহে দিনে দিনে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। তা নিয়ে রীতিমত উদ্বিগ্ন সাইবার ক্রাইম বিভাগের অফিসাররা। ধৃত কিশোরের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন সিআইডি আধিকারিকরা।

click me!

Recommended Stories