সালটা ছিল ২০১৪। তখনও প্রধানমন্ত্রী হননি মোদী। আসনসোলে ভোট প্রচারে এসে মোদীর প্রথম কথাই ছিল 'মুঝে বাবুল চাইয়ে।' তারপর সবটাই ইতিহাস। টলিউড, বলিউডে পরিচিত নাম হলেও বাবুল কিন্তু ২০১৪ সালের আগে রাজনৈতিক মহলে কোনও পরিচিত ছিল না। আনকোরা এই তুরণেকেই তরুপের তাস করেছিল বিজেপি। কারণটা জালনে অবাক হবেন আপনিও।