শিলিগুড়ি বিধানসভার ববারবরই প্রধানমুখ অশোক ভট্টাচার্য। বামেদের শক্তঘাঁটি এই বিধানসভায় কোনও দিনই দাঁত ফোটাতে পারেনি বিজেপি। ১৯৯১ সালের পর ২০১১ সালে তৃণমূলের কাছে প্রথমবার হেরেছিলেন অশোক ভট্টাচার্য। জয়ী হয়েছিলেন তৃণমূলের রূদ্রনাথ ভট্টাচার্য। কিন্তু তারপর থেকে ফের নিজের ক্ষমতায় ফিরে আসেন অশোক ভট্টাচার্য। সিপিএমের শক্তঘাঁটি শিলিগুড়িতে প্রথম থেকেই পাখির চোখ করেছে বিজেপি। অন্যদিকে, প্রাক্তন পুরমন্ত্রীর শক্তঘাঁটিতে তাঁর প্রতিদ্বন্দ্বী কেউ নেই বলে রাজনৈতিকমহলের মত। একুশের নির্বাচনে ত্রিমুখী লড়াই জোর টক্কর হওয়ার সম্ভাবনা।