কিন্তু ভোট চলাকালীন যে প্রিসাইডিং অফিসার মারা গেলেন, তাঁর পরিবারকে এখনও পর্যন্ত কোনও আর্থিক সাহায্য করেনি নির্বাচন কমিশন। সঠিক তদন্তের দাবিতে 'রাজকুমার রায়ের হত্যার বিচার চাই' নামে একটি অরাজনৈতিক মঞ্চ গড়েছে প্রয়াত শিক্ষকের সহকর্মীরা। সেই মঞ্চের তরফে সোমবার অবস্থান বিক্ষোভ চলল জেলাশাসকের দপ্তরের সামনে।