মোবাইল থেকে সরাসরি উপভোগ করুন, চোখ ধাঁধানো পুজো উদ্বোধন পুরুলিয়ায়

Published : Oct 21, 2020, 07:33 PM IST

পুরুলিয়ার ভামুরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপুজা কমিটি। জেলার বিগ বাজেটের পুজোর উদ্বোধন করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো। করোনা আবহের কারনে এবছর কোপ পড়েছে বিগ বাজাটের পুজোয়। করোনা সংক্রান্ত সুরক্ষা বিধি মেনে চতুর্থীতে পুজোর উদ্বোধন হয়। দর্শনার্থীদের সুরক্ষায় পুজো এবছর ভার্চুয়ালে। ফেসবুক, ইউটিউবে সরাসরি প্রতিমা দর্শনের সুযোগ পাবেন দর্শকরা। 

PREV
15
মোবাইল থেকে সরাসরি উপভোগ করুন, চোখ ধাঁধানো পুজো উদ্বোধন পুরুলিয়ায়

মোবাইল থেকে সরাসরি উপভোগ করুন পুজো, চোখ ধাঁধানো পুজো উদ্বোধন পুরুলিয়ায় বাথানেশ্বর সর্বজনীন পুজো কমিটি। প্রতিবছর জাঁকজমক হলেও করোনা থাবায় বাজেট কিছুটা কমেছে।

25

মঙ্গলবার পুজোর উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী শান্তিরাম মাহাতো। উদ্বোধনী অনুষ্ঠানে মণ্ডপে ঢোকার মুখে অতিথিদের স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়। ফেসবুক, ইউটিউব সরাসরি দেখা যাচ্ছে এবছরের দুর্গাপুজো।

35

পুজো এবার ভার্চুয়ালে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লোপামুদ্রা, শ্রীকান্ত আচার্য ভূমি ব্যান্ডের সুরজিৎ। সবাই পারফর্ম করবেন বাথানেশ্বর সর্বজনীন পুজোয়।

45

ঝরা ফুল রাশে রাশে, মা দুর্গার আসে পাশে। এটাই এবছরের পুজোর থিম। এবছর এগারো বছরে পা দিল এই পুজো কমিটি। মণ্ডপ জুড়ে কন্যাশ্রী প্রকল্পের প্রচার করা হয়েছে। এছাড়াও, করোনা সচেতনতা বৃদ্ধিতেও প্রচার চালিয়েছেন উদ্য়োক্তারা।

55

বম্বে, কলকাতা নামিদামী শিল্পীরা এবছর পুজোর মঞ্চ কাঁপাবেন। তবে দর্শকদের এই অনুষ্ঠানে উপভোগ করতে হবে অনলাইনে। তাই, বাথানেশ্বর সর্বজনীন পুজো দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে।

click me!

Recommended Stories