বিধানসভা ভোটের আগে 'নয়া সমীকরণ', তৃণমূল নেতার আশ্রমে হাজির মুকুল রায়

Published : Aug 31, 2020, 12:42 PM IST

বিধানসভার ভোটের মুখে নয়া সমীকরণের ইঙ্গিত? তৃণমূল নেতার আশ্রম এবার হাজির বিজেপি নেতা মুকুল রায়। তাঁর সঙ্গে আশ্রম চত্বরে দেখা গেল শাসকদলের আরও বেশ কয়েকজন নেতাকে। জল্পনা তুঙ্গে অনুব্রতের গড় বীরভূমে।  

PREV
15
বিধানসভা ভোটের আগে 'নয়া সমীকরণ', তৃণমূল নেতার আশ্রমে হাজির মুকুল রায়

বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের নবহিমাইতপুর গ্রাম। এই গ্রামে অনুকূল ঠাকুরের আশ্রম প্রতিষ্ঠা করেছেন স্থানীয় তৃণমূল নেতা বিভাস চন্দ্র অধিকারী। তিনি দলের ব্লক সভাপতিও বটে। 
 

25

প্রতিবছর অনুকূল ঠাকুরের আবির্ভাব তিথিতে দু'দিন ধরে উৎসবে চলে এই আশ্রমে। বছরে তিনেক আগে আশ্রমের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা তথা রাজ্যের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তা নিয়ে বিতর্ক কম হয়নি।
 

35

কলকাতা থেকে ররিবার দূপুরে মুর্শিদাবাদ সীমান্ত লাগোয়া নলহাটির নবহিমাইতপুর গ্রামে পৌঁছন বিজেপি নেতা মুকুল রায়। তৃণমূল নেতার আশ্রমে যান তিনি। দুপুরে খাওয়া-দাওয়া সেরে ফের কলকাতা ফিরে যান তিনি। 
 

45

যিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন, সেই বিভাসচন্দ্র অধিকারী কি বিজেপি-কে যোগ দিচ্ছেন? মুকুল রায়ের জবাব, 'উনি এতো বড় আশ্রম চালান। আশ্রমে সব ধর্মে, সমস্ত রাজনৈতিক দলের নেতারাই আসেন। তাই বলে বিভাসবাবু বিজেপি আসছেন, এটা ধরে নেওয়া ঠিক নয়।'
 

55

রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত সম্পর্কের খাতিরে মুকুল রায় আশ্রমে এসেছিলেন দাবি করেছেন নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি বিভাসচন্দ্র অধিকারী।
 

click me!

Recommended Stories