দার্জিলিং কফি হাউসের উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই… দার্জিলিংয়ে একটি কফি হাউস উদ্বোধন করতে পেরে উচ্ছ্বসিত! কফি হাউস বাংলা জুড়ে আমাদের সবার জন্য একটি আবেগ। একাধিক কারণে, এটি সর্বদা আমাদের হৃদয়ে বিশেষ স্থান জুড়ে থাকবে । দার্জিলিং পরিদর্শনকারী প্রত্যেকে এই সুন্দর জায়গাটি উপভোগ করুন এবং ভালো স্মৃতি তৈরি করুন!”