নতুন কফি হাউস-অচেনা মমতা, পাহাড়ের কোলে চোখ জুড়ানো কফি হাউস দেখুন ছবিতে ছবিতে

আগে যখন দার্জিলিং এ এসেছিলেন তখন ঘোষণা করেছিলেন। আর পরের বারেই সেই ঘোষণা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন যে কলকাতার মতো দার্জিলিংয়েও একটি কফি হাউস তৈরি করা হবে। আর এবার সেই কফি হাউসেরই উদ্বোধন করলেন তিনি নিজের হাতে।

Parna Sengupta | Published : Jul 12, 2022 2:08 PM IST
17
নতুন কফি হাউস-অচেনা মমতা, পাহাড়ের কোলে চোখ জুড়ানো কফি হাউস দেখুন ছবিতে ছবিতে

দার্জিলিং কফি হাউসের উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই… দার্জিলিংয়ে একটি কফি হাউস উদ্বোধন করতে পেরে উচ্ছ্বসিত! কফি হাউস বাংলা জুড়ে আমাদের সবার জন্য একটি আবেগ। একাধিক কারণে, এটি সর্বদা আমাদের হৃদয়ে বিশেষ স্থান জুড়ে থাকবে । দার্জিলিং পরিদর্শনকারী প্রত্যেকে এই সুন্দর জায়গাটি উপভোগ করুন এবং ভালো স্মৃতি তৈরি করুন!”

27

নয়নাভিরাম দৃশ্য, সামনে পাহাড়ের চোখ জুড়ানো ছবি। সঙ্গে কফির কাপ। মমতার উদ্বোধন করা কফি হাউসে রয়েছে বইয়ের সম্ভারও। 

37

এদিন মমতাকে দেখা গেল কফি হাউসের কাপে চুমুক দিতে দিতে গান গাইতে। তাঁর সঙ্গে থাকা বিশিষ্ট জনেদের নিয়ে বসলেন কফি হাউসে। অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে গান ধরলেন তিনি একই সুরে। আর তারপর গল্পে গানে আড্ডায় এদিন মেতে উঠলেন। 

47

বইয়ের গ্যালারিতেও এদিন চোখ রাখলেন মুখ্যমন্ত্রী। ঘুরে ঘুরে দেখলেন সব বই, ছবি। কফি হাউসের বাইরের দৃশ্য যেমন সুন্দর, তেমনই সুন্দর ভিতরের ডেকোরেশন। 

57

এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে এসেছিলেন তখন ঘোষণা করেছিলেন যে সেখানেও কলকাতার আদলে তৈরি করা হবে একটি কফি হাউস । তার সেই ঘোষণার পরেই কাজ শুরু হয়ে গিয়েছিল । 

67

ম্যালের ঠিক পিছনেই অবজার্ভেটরি হিল এলাকাতে তৈরি হয়েছে এই সুন্দর কফি হাউস টি। এবার পাহাড়ের কোলে বসে হিমেল আবহাওয়ায় পর্যটকরা গরম কফির কাপে চুমুক দিয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। 

77

বিষয়টি ভাবলেই একটা স্বপ্নের মতো শোনায় তবে এই স্বপ্ন সত্যি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সেই কফি হাউসেরই শুভ উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর হাতে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos