মেছো ভেড়ির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্য়ে বিবাদ। কার দখলে চুক্তি যাবে তার বিবাদ মেটাতে সালিশি সভা বসিয়েছিল পুলিশ ও বিডিও। সালিশি সভায় প্রশাসনের কর্তাদের সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি সামাল দেওয়ার আগে হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বিডিও অফিস চত্বরে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিভিন্ন জায়গা থেকে ইট-বৃষ্টি শুরু হয়। এই অবস্থায় উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।